আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের কার্যকরী ভূমিকা প্রত্যাশা করে বিএনপি।
আজ শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিদেশি গণমাধ্যমের বাংলাদেশি প্রতিনিধিদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওক্যাব) আয়োজিত ‘মিট দ্যা ওক্যাব’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সব গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে সেই আশা করি। দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় সরকারের পদত্যাগ। বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া শুধু বিএনপি কেনো সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোও যাবে না। বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমরা যে সংলাপ করেছি তাতে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সংলাপের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকারের উদ্যোগ নিতে হবে, নইলে রাজপথেই সমাধান হবে।
বিএনপি মহাসচিব বলেন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। আমাদের ৩.৫ মিলিয়ন গণতন্ত্রকামী নেতাকর্মী মামলায় জর্জরিত। ডিজিটাল নিরাপত্তা আইন করে সরকার ভিন্নমত পোষণকারীদের দমিয়ে দিচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বহুদলীয় গণতন্ত্র চর্চার মাধ্যমে বহুমাত্রিক রাজনীতি চর্চা করতে চাই। দেশ আজ উদ্ভট উটের পিঠে চলছে। কবির ভাষায় বলতে হয় অদ্ভুত আধার এসেছে এ পৃথিবীতে।
শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের মিল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শ্রীলঙ্কার অর্থনীতিতে যে অবস্থা, আমাদের দেশেও তেমন অবস্থা। দেশে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদ্যুৎ, গ্যাস-যার সাথে বাংলাদেশের মিল রয়েছে, যে কারণে আমরা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের অর্থনীতির মিলের কথা বলেছি।
তিনি বলেন, প্রকাশ্যে জনসভার মাধ্যমেই আমরা ঘোষণা দিয়েছি- নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
সংকট নিরসনে সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যেকোনো রাজনৈতিক সংকটের সময় সরকারকে উদ্যোগ নিতে হয়। এই সরকার যদি দেশে কোনো বিশৃঙ্খলা দেখতে না চায়, মারামারি-কাটাকাটি দেখতে না চায়, তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে, যেমনটা আমরা ১৯৯৬ সালে করেছিলাম।
হরতাল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা ২০১৪ সাল থেকেই আন্দোলন করছি। আমরা সমগ্র বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম আন্দোলনের মধ্য দিয়ে। আন্দোলনেই বলে দেবে আন্দোলনের ধারা কোন দিকে যাবে।
তিনি বলেন, সরকারের দুর্নীতির সাথে জড়িত। তাদের দুর্নীতির কারণে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা কোনোদিনই এই সমস্যার সমাধান করতে পারবে না।
বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন। তিনি আমাদের নেত্রী। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন। এখানে অস্পষ্টতার কিছু নেই। বিএনপিতে নেতৃত্বের কোন সংকট নেই।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল, সদস্য সচিব জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডিপিএ’র প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুসহ ওকাবের সদস্যরা।
-এটি