শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও চাঁদপুর জেলা সিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে সকাল ৯ টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের সর্ববৃহৎ  অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতীব মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদরাসার নির্বাহি পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখ হারুন ইজহার, শাইখুল হাদিস মুফতী  জসিম উদ্দিন রাহমানী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী, জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানীর মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসা চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী সিরাজুল ইসলাম কাসেমী, বিশিষ্ট দায়ী, লেখক ও গবেষক মাওলানা এনামুল হক মাসউদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সেক্রেটারি মুফতী মাহবুবুর রহমান প্রমূখ।

সম্মেলনে আরও উপস্থিত থাকবেন  জামিআ ইসলামিয়া কচুয়া চাঁদপুরের মুহতামিম মাওলানা আবু হানিফ, মারকাজুল হুদা ঢাকার সহকারী পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী, মারকাজুল ইসলামী ঢাকার শাইখুল হাদীস মুফতী জাকির হুসাইন, আল-হারাম মাদ্রাসা কুমিল্লার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা যুহাইর বিন আব্দুস সাত্তার, হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের মাওলানা জিহাদুল ইসলাম, মাদরাসায়ে নুরে মাদীনা শায়েস্তাগঞ্জের মুহাদ্দিস মাওলানা কামরুল ইসলাম বিন ওলীপুরী, হাকিকতে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতী আজিজুল হক শেখ সা'দী, ইমাম উলামা ঐক্য পরিষদ মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক  হাফেজ মাওলানা আশিকুর রহমান জিসান, মাদরাসাতুস সুন্নাহ চৌমুহনী নোয়াখালীর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইসমাইল বিন ওয়াহহাব, ফরিগঞ্জ উলামা পরিষদ চাঁদপু্রের সভাপতি মাওলানা কাউসার হুসাইন,

ফরিগন্জ উলামা পরিষদ এর সিনিয়র সহ সভাপতি মুফতি আনোয়ার হুসাইন আমিনী, মাদরাসাতুল আবরার চাটখিল নোয়াখালীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুল আলম,  ফরিদগঞ্জ উলামা পরিষদ চাঁদপুরের সাংগঠনিক মুফতী হাসান মিজি চাঁদপুরী, হাকিকতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান বাশার, দারুল উলুম মহিলা মাদ্রাসা খেড়িহরের শিক্ষা সচিব হাফেজ মাওলানা ইসমাইল হুসাইন সিরাজী,  বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলনের সমন্বয়ক মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, হাকিকতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হুসাইন আল-মাহের প্রমূখ।

সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ফরিদগঞ্জ উলামা পরিষদ চাঁদপুরের সাধারণ সম্পাদক মুফতী খলিলুর রহমান জাফরী। তিনি বলেন, আমরা আহুত চাঁদপুর জেলা সিরাত সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সফল করতে সর্বস্তরের ওলামা-মাশায়েখ, সুধী সমাজ ও আপামর তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ