আওয়ার ইসলাম ডেস্ক: শিগগির বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাঁচ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের যুদ্ধ আমরা দেখেছি। কিন্তু সেগুলো খুব একটা অসুবিধায় ফেলেনি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমাদের অসুবিধার জায়গা হলো স্যাংশন, যেটা একপক্ষীয়। ধনী দেশগুলো ঠিক করেছেন তারা এসব দেশ থেকে কোনো বেচাকেনা করবেন না। কোভিডের কারণে সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটেছে। ফলে আমরা বেকায়দায় পড়েছি। প্রত্যেক দেশেই খাবারের দাম বেড়েছে। কয়েকদিন আগে আমাদের দেশেও ভোজ্যতেলের দাম বেড়েছিল। তবে এখন আমরা সেটা সহনীয় অবস্থায় আনতে পেরেছি।
মন্ত্রী বলেন, আমাদের অঢেল বিদ্যুৎ নেই। আমাদের সক্ষমতা থাকলেও অগ্রিম সতর্কতা হিসেবে সাশ্রয় করা শুরু করেছি। সেক্ষেত্রে আমাদেরও সাশ্রয়ী হতে হবে। কারণ সরকার একা সব পারবে না।
আবদুল মোমেন বলেন, মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। তারা অচিরেই বাংলাদেশ থেকে লোক নেয়া শুরু করবে। আশা করছি, আমাদের দেশ থেকে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান হবে। তারা বলেছেন আপনাদের লোক না থাকায় আমরা পাম তেল তুলতে পারছি না।
যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে তাদের রিনিউ করা হবে জানিয়ে আবদুল মোমেন বলেন, গ্রিসের কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। সেখানে আমাদের প্রায় ১৮ হাজার বাংলাদেশি অবৈধভাবে আছে। তারা বলেছেন, ১৮ হাজার বাংলাদেশিকে ইউটিলাইজ করার পাশাপাশি এখন থেকে প্রতি বছর পাঁচ হাজার লোক তাদের দেশে নেওয়া হবে।
-এএ