অনুবাদ: নোমান আব্দুল্লাহ
স্ত্রীরা মাঝেমাঝে স্বামীর অনুমতি ছাড়াই স্বামীর সম্পদ খরচ করে থাকে। তারা ভাবে, স্বামী অনুমতি দিয়ে দিবে। কিন্তু স্বামী কখনো অনুমতি দিয়ে দেয় আবার কখনো অসন্তুষ্ট হয়।
যতক্ষণ পর্যন্ত স্বামীর স্পষ্ট অনুমতি না থাকবে বা অনুমতি পাওয়ার প্রবল ধারণা না হবে, স্ত্রীর স্বামীর সম্পদ দান করা উচিত নয়। আমি লক্ষ করেছি, নারীরা দান-সদাকার ব্যাপারে খুব উদারহস্ত।
কোথাও দানের ফজিলত সম্পর্কিত ওয়াজ শুনলেই নিজের গয়নাগাটি খুলে দান করে দিয়ে থাকে। জেনে রাখো, যে গয়না আপনার নিজের (স্বামী মালিক বানিয়ে দিয়েছে) তা দান করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে গয়না স্বামী শুধু পরার জন্য দিয়েছে তা স্বামীর অনুমতি ছাড়া দান করা জায়েয নেই।
আর যদি গয়না আগে থেকেই স্ত্রীর নিজের সম্পদ হয়ে থাকে তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ আবশ্যক নয় ; তবে তার পরামর্শ নেওয়া উচিত। তবে স্বামীর সেই সম্পদ যদি এমন কোনো ছোটখাটো জিনিস হয় যার অনুমতি পাওয়ার প্রবল ধারণা থাকে তাহলে কোনো সমস্যা নেই।
-এটি