আওয়ার ইসলাম ডেস্ক: ১৪দিন ধরে প্ল্যা-কার্ড নিয়ে রেলস্টেশনের ফ্লাটফরমে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির অভিযোগের সত্যতা মেলায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে অধিদপ্তরের সম্মেলনকক্ষে শুনানির পর এ রায় দেয় অধিদপ্তর। নিয়মঅনুসারে অভিযোগকারী হিসেবে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টাকা পাবেন রনি।তবে, দাবি আদায়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ব্যপারে অনঢ় তিনি।
রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে রনি বলেন, তার দাবিগুলো এখন জনগণের। সাধারণ লোকজন আশ্বস্ত হতে পারবেন যে ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলে বিচার পাবেন। তিনি হয়রানির শিকার অন্য যাত্রীদেরও অভিযোগ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৩ জুন অনলাইনে ট্রেনের টিকিট কিনতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঈদুল আজহার আগে ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেন মহিউদ্দিন। ঈদের দিনসহ টানা ১৪ দিন ধরে তার একার এই আন্দোলন দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে।
-এটি