আওয়ার ইসলাম ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এটা স্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, আমরা কিন্তু নির্বাচনের সময় কঠোর হবো।
সে যে-ই হোক, আমরা কঠোর হবো। সংবিধানে এবং আইনে যে দায়-দায়িত্ব আমাদের ওপর আরোপ করা হয়েছে, সেই দায়িত্ব আমরা সর্বতভাবে পালন করার চেষ্টা করবো।
আজ রবিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমাদের রাজনৈতিক ঐতিহ্যটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের চেষ্টা করতে হবে সহিংসতার রাজনীতি নয়, সহিংসতার নির্বাচন নয়, সৌহার্দমূলক-সম্প্রীতিমূলক এবং আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা। এটা সম্ভব এবং পৃথিবীর বিভিন্ন দিকে আপনি তাকিয়ে দেখেন, নির্বাচন হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। একটা পুলিশ ভ্যান বা পুলিশ ওখান দিয়ে হেঁটেও যায় না কিন্তু নির্বাচন হয়ে যাচ্ছে। আমাদেরকেও কমান্ড নয়, ওই সভ্যতার দিকে, শুভ সংস্কৃতির দিকে আমাদের অগ্রসর হতে হবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা জাতীয় নেতৃবৃন্দ ইতিবাচক মনোভাব নিয়ে নিবিড়ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা ও মতৈক্য হয়ে বিতর্কিত বিষয়গুলোর নিরসন করে আগামী সাধারণ নির্বাচনের জন্য অনকূল পরিবেশ ও সমতল ভিত্তি সৃষ্টি করবেন।
-এটি