আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের পিটিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন সংসদ সদস্যরা।
গত একবছরে অর্ধডজন এমপি মানুষ পিটিয়ে আলোচনায় এসেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, কয়েকজন এমপির এমন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। ভিন্ন বার্তা যাচ্ছে মানুষের কাছে। কঠোর পদক্ষেপ নেয়ার কথাও বলছেন সরকারি দলের নেতারা।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে প্রকাশ্যে কিল ঘুষি মারার অভিযোগ ওঠে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।
১৫ মিনিট ধরে পেটানো হয় শিক্ষককে। এ নিয়ে তোলপাড় চলছে রাজশাহীতে। এমপি এবং মার খাওয়া শিক্ষক প্রথমে অস্বীকার করলেও শিক্ষকের ফাঁস হওয়া কথোপকথনে মারধরের বিষয়টি পরিষ্কার হয়।
যদিও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, এ অভিযোগগুলো উঠে আসা খুবই বিব্রতর। সেগুলো সত্যি হলে সেটা আরও বিব্রতকর।
এ বিতর্কের রেস কাটতে না কাটতেই কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলা চেয়ারম্যানের দাবি, শনিবার জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। কমিটি পছন্দ না হওয়ায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদকে কিলঘুষি মারেন।
সরকারি দলের নেতারা বলছেন, জনপ্রতিনিধিদের এমন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও দল। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এমপিদের বিতর্কিত আচরণে দলের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়। সেই সঙ্গে নিজেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
তবে এসবের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, অথবা প্রকৃত সত্য আড়াল হয়ে যাচ্ছে কি না সেসব খতিয়ে দেখা উচিৎ বলেও মনে করেন দলটির সিনিয়র এই নেতা।
গত এক বছরে সাধারণ মানুষ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মীকে পিটিয়ে আলোচনা এসেছেন অর্ধডজন সংসদ সদস্য।
-এটি