শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে ৪০ শিশু-কিশোর পেলো ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
নিজস্ব প্রতিবেদক

কমলগঞ্জর মণিপুরি মুসলিম সম্প্রদায়ের একমাত্র ইবতেদায়ী (টাইটেল) মাদ্রাসা দক্ষিণ তিলকপুর দারুস সুন্নাহ ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওঃ মোঃ গোলাম রব্বানীর উদ্যোগে ৪০ জন শিশু-কিশোর পেয়েছে ইসলামী জ্ঞান প্রতিযোগিতা পুরস্কার।

গত ১৬ জুলাই (শনিবার) বেলা ১২টায় দক্ষিণ তিলকপুর দারুস সুন্নাহ ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইসলামি জ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশ মণিপুরি মুসলিম মক্তবও কোরআন শিক্ষা সংগঠনের সাধারণ সম্পাদক মৌলভী তৈয়ব আলী'র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওঃ শাহাবুদ্দিন সাহেব শায়খে তিলকপুরী।

শিশু কিশোরদের মাঝে ইসলামের জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় আয়োজন করছে তিলকপুর দারুস সুন্নাহ ইসলামী ইবতেদায়ী মাদ্রাসা। অনুষ্ঠানে "ইসলামি জ্ঞান প্রতিযোগিতা"র ১৫টি, এবং কেরাতও হামদ/না'ত প্রতিযোগিতায় দুইটি গ্রুপে (যৌথসহ) ১৩টি, উম্মুক্ত ইসলামী প্রশ্নের জবাবে ৭টি, এবং সৌজন্য ৫টি মোট ৪০টি- ৪০ জনকে পুরষ্কৃত করা হয়।

এছাড়াও বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বামডো'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক এর সৌজন্য উক্ত ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সান্ত্বনা পুরষ্কার হিসেবে আরো ৬০জনকে প্রদান করেন।

এই সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ তিলকপুর জামে মসজিদের ইমাম আলহাজ্ব হযরত মাওঃ শাহেজামান সাহেব, হাফেজ হাবিব আলী রাজস্থানী, এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, শ্রীপুর জামে মসজিদ ও অত্র মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওঃ মাহমুদ আলী সাহেব৷

অনুষ্ঠানের অতিথিবৃন্দরা বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার তুলে দিয়ে বলেন, আধুনিক জ্ঞান বিজ্ঞান এর যুগে ইসলামের আদর্শ থেকে আমরা বিচ্যুতি হয়ে যাচ্ছি। শিশুরা ইসলামিক শিক্ষায় আদর্শ চরিত্র গঠন ও ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনই এই আয়োজনের মাধ্যমে সম্ভব।

এসময় আরো উপস্থিত ছিলেন মাওঃ ইবনে আরব আলী ইসলামপুরী, মাওঃ মোবাশ্বির আলী, আদকানী। মৌলভী বেলাল আহমদ, মৌলভী জাহাঙ্গীর আলম(মামুন), বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফয়েজ উদ্দিন, ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এ.এস.এম.রেজা উদ্দিন(রাজু) প্রমুখ।

প্রচণ্ড রোদের কষ্টের কথা বলে সভাপতির পক্ষে মাদ্রাসার গোড়াপত্তন ও কমিটির নিরলস প্রচেষ্টায় ১০বছর যাবত ইবতেদায়ী মাদ্রাসা ও মক্তবের পর্যালোচনা বক্তব্য রাখেন ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পরিচালক ও দক্ষিণ তিলকপুর দারুস সুন্নাহ ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওঃ মোঃ গোলাম রব্বানী। সবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ