আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার পরের ৪ দিনে (১১-১৪ জুলাই) ঢাকায় ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি মোবাইল সিম। ঈদের আগের রাত পর্যন্ত এবার ঢাকার বাইরে গিয়েছিল মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম। এছাড়া ঈদের পরের দুদিনসহ সব মিলিয়ে ঢাকা ছেড়েছিল মোট ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম।
শনিবার (১৬ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রামীণফোনের ১৩ লাখ ৩০ হাজার ৬৯৬, রবির ৮ লাখ ১১ হাজার ৭৩৮, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭১২ এবং টেলিটকের ৭৭ হাজার ৭৬১টি সিম ঢাকায় ফিরেছে।
এ বিষয়ে আগে মোস্তাফা জব্বার জাগো নিউজকে বলেছিলেন, এই তথ্য বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।
বিটিআরসির গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে মোবাইলফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজারে। এর মধ্যে গ্রামীণফোনের সাত কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির পাঁচ কোটি ৯ লাখ এক হাজার, বাংলালিংকের তিন কোটি ৫২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার সিম রয়েছে।
-কেএল