আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে বেড়েছে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টের রোগী। ঘরে ঘরে দেখা মিলছে এমন চিত্রের। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটি যেমন ঘটছে, তেমনি করোনায় আক্রান্ত হওয়ার কারণেও হচ্ছে।
তাই শারীরিক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অসুস্থ হলে নিজে চিকিৎসা না করে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলেন। চিকিৎসকরা জানালেন, এসব রোগীর নমুনা পরীক্ষা করে ৩০ থেকে ৪০ শতাংশের শরীরে করোনা শনাক্ত হচ্ছে।
রাজধানীর প্রায় সব হাসপাতালেই চিত্রই এখন প্রায় এক রকম। এক মাস আগেও কিছু বেড ফাঁকা পাওয়া গেলেও এখন তা কানায় কানায় পূর্ণ। জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
চিকিৎসকরা বললেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে সারাদেশে বেড়েছে জ্বর, সর্দিকাশি ও ডায়রিয়া রোগী। বর্ষার শুরু থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সেই সাথে বেড়েছে করোনার সংক্রমণ।
স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে বলেও জানালেন চিকিৎসকরা। তারা তাগিদ দিলেন, লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে।
প্রয়োজনে টেলিমেডিসিন সেবা গ্রহণের পরামর্শও দিলেন তারা। সেই সাথে সতর্ক করে বললেন, রোগীরা যেন ফার্মেসি থেকে নিজেদের ইচ্ছেমতো ওষুধ না খান।
-এটি