আওয়ার ইসলাম ডেস্ক: কৃষকরা যেভাবে উৎপাদন করছেন তাতে দেশে খাদ্যের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
চালের দাম স্থিতিশীল আছে বলে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিং হচ্ছে এবং বেসরকারি আমদানিও খুলে দেওয়া হয়েছে। তাই আশা করি চালের দাম নিয়ন্ত্রণে থাকবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আমাদের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ আর মাটি থাকলে আমরা দেশ গড়তে পারব।
মন্ত্রী বলেন, দেশে বছরে তিন বার ফসল উৎপাদন করা হয়। তাই খাদ্যের অভাব হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রামাঞ্চলে কোরবানির পশু বেশি বিক্রি হয়েছে। কারণ, তাদের আয় বেড়েছে। তবে বন্যার্ত মানুষের কষ্ট হয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটা মেনে নিয়েই উৎসব পালন করতে হয়।
-এএ