আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত শনিবার (৯ জুলাই) শুরু হওয়া ঈদের ছুটি শেষ হয় সোমবার (১১ জুলাই)।
আজ মঙ্গলবার (১২ জুলাই) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে।
কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই রাজধানী ফেরা মানুষের ভিড় দেখা গেছে। ফিরতি ট্রেনেও ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহন ছিল হাতে গোনা। রিকশাও খুব একটা চোখে পড়েনি। বেশির ভাগ দোকানপাটই ছিল বন্ধ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়তে থাকে।
এদিকে রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে অনেকে। কমলাপুর রেলস্টেশনেও ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে। তবে ঈদের পর রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিছুটা বেশি দিতে হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। পরিবহনের সংখ্যাও কিছুটা কম বলে জানিয়েছেন তারা।
-এএ