আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল রোববার ছিল ঈদুল আজহার প্রথম দিন। ঈদের প্রথম ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আরও সাতজন আক্রান্ত হয়েছে। এই সময়ে ঢাকার বাইরে কেউ আক্রান্ত হয়নি।
ঈদের ছুটিতে আগে থেকেই ডেঙ্গু বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন তারা।
নতুন সাতজন নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০৪ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ৩১২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত সাতজনের বাড়ি ঢাকায়। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮৭ জন ও ঢাকার বাইরে চারজন। এ বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
-এএ