আওয়ার ইসলাম ডেস্ক: শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। কোরবানির পর পশুর চামড়া কোনোভাবেই যেন নষ্ট না হয়। চামড়ার সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ লবনের ব্যবস্থা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জনগণকে সচেতন করার জন্য কোরবানির পশুর চামড়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। লবণ সংক্রান্ত প্রয়োজনে হটলাইনও চালু করা হয়েছে।
রোববার (১০ জুলাই) সকালে নরসিংদীর মনোহরদীতে গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার এ বছর ভারত থেকে কোনো গরু দেশে ঢুকতে দেয়নি। দেশেই খামারিরা কোরবানির জন্য পর্যাপ্ত গরু প্রস্তুত করেছে। যার ফলে দেশে কোনো গরুর সংকট হয়নি। বাজারে দাম ভালো পাওয়ায় খামারিরাও লাভবান হয়েছেন।
মন্ত্রী আরও বলেন, কোরবানির পর পশুর রক্তসহ সব ধরনের বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্বে ও সিটি কর্পোরেশন বা পৌরসভার সহায়তায় অপসারণ করে ফেলতে হবে।
-এএ