আওয়ার ইসলাম ডেস্ক: নানান সংকট ও ষড়যন্ত্রের মধ্যে দেশবাসী দিন পার করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।
শনিবার গণমাধ্যমে পাঠানো ঈদুল আজহা উপলক্ষে যৌথ বিবৃতিতে এ কথা বলেন গণফোরামের দুই শীর্ষ নেতা। সেই সঙ্গে ত্যাগের মহিমায় জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনাও করেছেন তারা।
শুভেচ্ছা বার্তায় গণফোরামের নেতারা বলেন, নানান সংকট ও ষড়যন্ত্রের মধ্যে দেশবাসী দিন অতিবাহিত করছে। ক্ষমতাসীন সরকার জনবান্ধব নয় বলে জনতার দুর্ভোগের শেষ নেই, বিশেষ করে বন্যাকবলিত বানভাসি জনগণ।
অবিলম্বে ঈদের আনন্দ থেকে বানভাসি জনগণ যাতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম। নেতারা বলেন, জীবন-জবানসহ জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা নেই। তবুও গণফোরাম আশাবাদী জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে হার মানবে অগণতান্ত্রিক স্বৈরাচারী অপশক্তি।
তারা দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করেছেন এবং ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যাশা রেখে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
-এএ