আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার কুড়তলী, খিলক্ষেতে অবস্থিত, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন আল্লামা মাহমুদুল হাসান।
আগামী ১৬ মে সোমবার বাদ মাগরিব মুফতি মিজানুর রহমান সাঈদ পরিচালিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন ও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ'র চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর সভাপতি, মজলিসে দাওয়াল হক বাংলাদেশের আমির, শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, জামিয়া রাহমানিয়া আজিজিয়া বসিলা, মুহাম্মদপুর, ঢাকার মুহতামিম, মাওলানা মাহফুজুল হক।
সভাপতিত্ব করবেন, হারদুয়ী রহ. ও পীর ফুলফিকার আহমদ নকশবন্দীর বিশিষ্ট খলিফা, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি দীনিদরদিদের এ মহতি মজলিসে উপস্থিত থাকার আন্ত্রণ জানিয়েছেন।
-এটি