আব্দুল্লাহ আফফান: টানা ১৭ বছর ধরে মসজিদুল হারামে খেদমত করে যাচ্ছেন শ্রীলঙ্কান এক দম্পত্তি। দীর্ঘ সময় ধরে মসজিদুল হারামে খেদমত করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন তারা।
জানা যায়, ১৭ বছর আগে শ্রীলঙ্কান মুসলিম নারী ফাতেমা হাজীদের সেবা করার সুযোগ পায়। কয়েক বছর পর একাকিত্ব দূর করার জন্য সে তার স্বামী আশরাফকে সৌদি আসার অনুমতির জন্য দরখাস্ত করে।
ফাতিমার ভাষ্যমতে, তিনি হারাম শরীফে কার্পেট ও জায়নামাজ পরিস্কারের কাজ করতেন। চার বছর পর ফাতিমার অনুরোধে মসজিদ আল-হারামের ব্যবস্থাপনা বিভাগ তার স্বামীকে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে; যেনো সেও হারাম শরীফে কাজ করতে পারে।
ফাতেমার স্বামী আশরাফ জানায় সে এবং তার স্ত্রী একসাথে কাজে আসে। একে অপরের কাজে সাহায্য করে।তাছাড়া তারা প্রতি সপ্তাহে ওমরাও পালন করে থাকে। সূত্র: আল আরাবিয়া উর্দূ।
-কেএল