আওয়ার ইসলাম ডেস্ক: ইবনে ইবরাহীম নামে একজন জানতে চেয়েছেন, ধরি, আমি একটি জমি / দোকান ইজারা(ভাড়া) নিয়েছি,বছরে ভাড়া দেই আলাদা। ২ লাখ টাকা আগে দেওয়া লাগছে জামানত হিসেবে।
এই দুই লাখ টাকা জমি / দোকান ছেড়ে দিলে ফেরত পাবো। এখন এই দুই লাখ টাকার যাকাতের কি হবে?
উত্তর: যেহেতু এর উপর আপনার পূর্ণাঙ্গ মালিকানা বাকি নেই। তাই ঐ দুই লাখ টাকার যাকাত আপনার উপর আবশ্যক হবে না।
এর যাকাত দোকানের মালিক যিনি গ্রহণ করেছেন, তার উপর আবশ্যক হবে। সূত্র: আহলে হক মিডিয়া
اذا عجل الأجرة لا يملك الاسترداد (رد المحتار-9\13، كرتاشى-6\10)
المستأجر إذا عجل الأجرة، قبل استفاء المنفعة لم يملك الاسترداد (المحيط البرهانى-3\196، رقم-2735)
ولو عجل الأجرة إلى رب الدار لا يملك الاسترداد (الفتاوى الهندية-4\412، جديد-4\444)
-কেএল