বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


তিনটি ফ্লাইওভার খুলে দেয়া হচ্ছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদযাত্রায় মহাসড়কে যানজট সহনীয় রাখতে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত তিনটি ফ্লাইওভার আগামীকাল সোমবার (২৫শে এপ্রিল) থেকে খুলে দেয়া হচ্ছে।

করোনা অতিমারির কারণে দুই বছর পর এবারের ঈদযাত্রায় সড়কে বেশি চাপ পড়ার আশঙ্কা রয়েছে। তাই আগেভাগেই নানা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

আজ রোববার (২৪শে এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণে ঋণ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

নজরুল ইসলাম বলেন, ‘এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনায় রেখে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের কন্ট্রোল রুম আছে, সেটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা সিসিটিভি ক্যামেরাও বসাচ্ছি।

আমরা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করবো। পুলিশ বিভাগের পক্ষ থেকেও প্রস্তুতি রয়েছে। আশা করি যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। ঘরে ফিরতে আমাদের ভোগান্তি হবে না। এর যৌক্তিকতাও ব্যাখ্যা করেছি’।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ