শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ভুলে ভাড়া না দিয়ে লোকাল বাস থেকে নেমে গেলে পরবর্তীতে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

একজন জানতে চেয়েছেন, রাজধানীর মালিবাগ রেল গেইট থেকে তুরাগ বাসে উঠলাম। রামপুরা ব্রিজ নামলাম। নেমে রাস্তা ক্রস করে এই পার আসার পর মনে হল, কন্ট্রাকটর আমার কাছে ভাড়া খুজেনি আর আমিও ভুলে তাকে ভাড়া দেয়ার কথা ভুলে গিয়েছি। পরে ওই পার তাকিয়ে দেখলাম বাস ততক্ষণে চলে গিয়েছে। এই ঋণ শোধ করার উপায় কী???

উত্তর: যথাসম্ভব উক্ত নির্দিষ্ট বাসটি খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করতে হবে। শত চেষ্টা করেও যদি না পাওয়া যায় তবে উক্ত টাকা বাস কর্তৃপক্ষের মূল মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সম্ভব না হলে কোনো গরীব/মিসকিন দেখে সদকাহ করে দিতে হবে।

হ্যাঁ যদি পরবর্তীতে কখনো কোনো মাধ্যমে ঐ নির্দিষ্ট বাসটি খুঁজে পাওয়া যায়, তখন তার নিকট থেকে সদকাহ বিষয়ের সম্মতি/অনুমতি নিতে হবে, বা তার থেকে ক্ষমা করে নিতে হবে। নতুবা তার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে।

তাছাড়াও আপনার জন্য করণীয় হলো,
১. এমন কাণ্ডের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে৷
২. আগামীতে এসব না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সচেতন হতে হবে৷
(ফাতওয়ায়ে শামী: ৪/২৮৭-২৮৯, আল বাহরুর রায়েক: ৫/১৫২, হেদায়া: ৪/৩৩৯)

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ