শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নিজেকে ইমাম মাহদী দাবি করা মাদরাসা শিক্ষক কারাগারে হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি ৫ নির্দেশনা তালিবুল ইলমের আবশ্যকীয় পাঁচটি কাজ পাকিস্তানের সব সমস্যার পেছনে ইহুদি ষড়যন্ত্র থাকে: মাওলানা ফজলুর রহমান বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি

ভুলে ভাড়া না দিয়ে লোকাল বাস থেকে নেমে গেলে পরবর্তীতে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

একজন জানতে চেয়েছেন, রাজধানীর মালিবাগ রেল গেইট থেকে তুরাগ বাসে উঠলাম। রামপুরা ব্রিজ নামলাম। নেমে রাস্তা ক্রস করে এই পার আসার পর মনে হল, কন্ট্রাকটর আমার কাছে ভাড়া খুজেনি আর আমিও ভুলে তাকে ভাড়া দেয়ার কথা ভুলে গিয়েছি। পরে ওই পার তাকিয়ে দেখলাম বাস ততক্ষণে চলে গিয়েছে। এই ঋণ শোধ করার উপায় কী???

উত্তর: যথাসম্ভব উক্ত নির্দিষ্ট বাসটি খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করতে হবে। শত চেষ্টা করেও যদি না পাওয়া যায় তবে উক্ত টাকা বাস কর্তৃপক্ষের মূল মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সম্ভব না হলে কোনো গরীব/মিসকিন দেখে সদকাহ করে দিতে হবে।

হ্যাঁ যদি পরবর্তীতে কখনো কোনো মাধ্যমে ঐ নির্দিষ্ট বাসটি খুঁজে পাওয়া যায়, তখন তার নিকট থেকে সদকাহ বিষয়ের সম্মতি/অনুমতি নিতে হবে, বা তার থেকে ক্ষমা করে নিতে হবে। নতুবা তার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে।

তাছাড়াও আপনার জন্য করণীয় হলো,
১. এমন কাণ্ডের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে৷
২. আগামীতে এসব না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সচেতন হতে হবে৷
(ফাতওয়ায়ে শামী: ৪/২৮৭-২৮৯, আল বাহরুর রায়েক: ৫/১৫২, হেদায়া: ৪/৩৩৯)

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ