শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রোজা সংশ্লিষ্ট আধুনিক মাসায়েল (চতুর্থ পর্ব)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখছেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ, মুফতি সাদেকুর রহমান।।



সাপোজিটরি- ভোলটালিন ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে? সাপোজিটরি -ভোলটালিন ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে ।অতিরিক্ত জ্বর কিংবা খুব বেশি ব্যথা দেখা দিলে ঔষধটি মলদ্বারে ব্যবহার করা হয়। এতে রোজা ভেঙ্গে যাবে। কারণ মলদ্বার রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য ছিদ্রপথ। ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৯

ডুশ নিলে কি রোজা ভেঙ্গে যাবে? ডুশ নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ তা মলদ্বারের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করে।মলদ্বার রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য ছিদ্র পথ।

এবং বুশ রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালিস্থানে প্রবেশ করে। ইসলাম ও আধুনিক চিকিৎসা-৩৩০

সিরোদকার অপারেশন করলে কি রোজা ভেঙ্গে যাবে ?সিরোদকার অপারেশন করলে রোজা ভঙ্গ হবে না। সিরোদকার অপারেশন হলো, অকাল গর্ভপাতের আশঙ্কা থাকলে জরায়ুর মুখের চতুর্দিক সেলাই করে মুখকে খিচিয়ে রাখা হয়। এতে অকাল গর্ভপাত রোধ হয়।

এর দ্বারা রোজা ভঙ্গ হবে না ।কেননা এমন করলে কোন বস্তু রোযা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কোনো খালি স্থানে পৌঁছে না।উল্লেখ্য যে, সেলাই করার সময় সাধারণত কিছু রক্তক্ষরণ হয়ে থাকে। এতে ও রোজা ভাঙবে না ।কেননা রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। ইসলাম ও আধুনিক চিকিৎসা-৩৩১

ওষুধ সেবন করে মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি?

মহিলাদের মাসিক আসা একটি স্বভাবজাত বিষয়। সৃষ্টিগত ভাবে তাদের সাথে তা সম্পৃক্ত।তাই ইসলাম উক্ত দিনগুলোতে তাদেরকে মাজুর গণ্য করে তাদের থেকে নামায-রোজা ইত্যাদির বিধান স্থগিত করেছে। সনাতন ও আধুনিক চিকিৎসার দৃষ্টিতে মাসিক মহিলাদের সুস্থতার প্রমান বহন করে।

এর ব্যাতিক্রম ঘটলে স্বাস্থের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। সুতরাং স্বাস্থের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা চাই। তারপরও যদি কোন মহিলা ওষুধ সেবন করে রোজা রাখে তাহলে তার রোজা সহিহ হয়ে যাবে।-ইসলাম ও আধুনিক চিকিৎসা;৩২৬

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ