নাজমুল হাসান সাকিব
প্রশ্ন: আমরা নদী এলাকায় বসবাস করি। প্রায়ই গোসলের জন্য নদীতে যায়। গতকাল রোজা অবস্থায় আমার ছোট ছেলেকে নিয়ে নদীতে গোসল করতে যাই। ছেলেটি হঠাৎ হাত দ্বারা পানিতে আঘাত করায় পানির ছিটা বা ফোটা আমার কানের ভেতর প্রবেশ করে। এমতাবস্থায় আমার রোজার হুকুম কি?
উত্তর: আমরা জানি কানের ছিদ্রে পর্দা রয়েছে। যা কোন কিছু পেট বা মস্তিষ্কে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধক। আর যতক্ষণ পর্যন্ত তেল, পানি প্রভৃতি পেটে বা মস্তিষ্কে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত এসব কানে, মুখে থাকলেও রোজা ভেঙ্গ হয় না।
সুতরাং বর্ণিত ঘটনার সময় আপনার কানের পর্দা যদি ছিদ্র বা ফাটা না থাকে, তাহলে রোজার কোন সমস্যা হয়নি। অন্যথায় রোজা ভেঙ্গে গেছে। উক্ত রোজা কাযা করতে হবে।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৬৬, ফাতাওয়ায়ে শামী: ৩/৪২২, ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/৩৭৭, কিতাবুল মাসাইল: ২/১৬০, কিতাবুল ফাতাওয়া: ৩/৩৯৮)
শিক্ষার্থী: (ইফতা ১ম বর্ষ) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ।
-এটি