বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দাওয়াত-ই ইসলামি ইউনিয়নের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি গত শনিবার আফগান বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও আন্তর্জাতিক অরাজনৈতিক ইসলামি সংগঠন- দাওয়াত-ই ইসলামি ইউনিয়নের বেশ কয়েকজন নারী সদস্যের সঙ্গে দেখা করেছেন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সাক্ষাতের পর টুইট বার্তায় স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্টারলি লিখেছে, 'সাক্ষাৎকালে তার আফগান পরিস্থিতি, শিক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেছেন।'

ওই দিনই তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান সিরাজুদ্দিন হাক্কানি প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন। দেশটির পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হাক্কানি। অথচ তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, রয়েছেন এফবিআই ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাও।

২০০৮ সালের জানুয়ারিতে আফগানিস্তানের কাবুলে একটি হোটেলে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুদ্দিন হাক্কানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ ছয়জন নিহত হয়েছিল। এ ছাড়া তিনি আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত হামলায় সমন্বয় ও অংশগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়।

শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে- হাক্কানি ২০০৮ সালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর