বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাশিয়ার এক হাজারের বেশি সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে চলমান সংঘাতে এ পর্যন্ত রাশিয়ার এক হাজারেরও বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আর কোনও সংঘাতের শুরুতে রাশিয়া এত বেশি হতাহতের শিকার হয়নি বলেও দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

এদিকে রাজধানী কিয়েভের বাসিন্দাদের দখলদার সেনাদের মোকাবিলায় পেট্রোলবোমা তৈরিসহ বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, রুশ বাহিনীর গতিবিধি বা তৎপরতা সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতেও নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার নিজেদের ভেরিফায়েড টেলিগ্রাম অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট কিয়েভ কর্তৃপক্ষ বলে, “সতর্ক থাকুন এবং বাড়ির ভেতরে থাকুন। শত্রুদের গতিবিধির কারণে বাইরে যাওয়া এখন খুব বিপজ্জনক। তবে একমাত্র ব্যতিক্রম হিসেবে এয়ার অ্যালার্ম সংকেত সক্রিয় থাকলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতে পারে।”

অন্যদিকে, শুক্রবার কিয়েভের কাছের প্রধান একটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে রুশ সৈন্যরা। প্রায় ২০০ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়ে ইউক্রেনের দুই শতাধিক সৈন্যকে হত্যার পর ওই ঘাঁটি দখল নেওয়া হয়েছে বলে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, হোসটোমেল বিমানঘাঁটি দখল করতে ২০০টি হেলিকপ্টার এবং সেনাবাহিনীর একটি পদাতিক ডিভিশন ব্যবহার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ