আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের পথ খুঁজে বের করতে জরুরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক।
এ নিয়ে বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফোনালাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লোর সঙ্গে। খবর আনাদোলুর।
দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক এ সময় রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষার উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লো বিলঙ্কনকে বলেন, তুরস্ক প্রথম থেকেই বলে আসছে, রাশিয়ার এ আগ্রাসন আন্তর্জাতিক আইনবিরোধী।
তুরস্ক সবসময় ইউক্রেনের স্বাধীনতায় বিশ্বাসী এবং দ্রুত রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানায় আঙ্কারা।
এ সময় ব্লিঙ্কেন বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমরা ন্যাটোর অঞ্চলের প্রত্যেক ইঞ্চি রক্ষা করব। আমি মনে করি, ইউক্রেনে আক্রমণ চালানো প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে এটাই বড় প্রতিরোধক।
পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়< তবে পুতিনকে লক্ষ্য করে সরাসরি নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন ব্লিঙ্কেন।
এনটি