বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনীয়দের তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং দেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক ফেসবুক বার্তায় তিনি মার্শাল ল (সামরিক আইন) জারির কথাও জানান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা এক টুইটে জানিয়েছেন, রাশিয়া পুরোদমে ইউক্রেনে অভিযান চালাচ্ছে। তারা (রাশিয়া) শহরগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

ইউক্রেনের দক্ষিণ বন্দর নগরী ওদেসা ও মারিউপুল এলাকায় হামলা চালানো হয়েছে।

এদিকে কিয়েভের বরিসপিল এয়ারপোর্টে থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া দেশটিতে আরও দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময়ে রাশিয়ার ভূখণ্ডেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ