বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


নিজেদের আরো শক্তিশালী করতে ‘গ্রান্ড আর্মি’ গঠন করার ঘোষণা দিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের সরকারের সঙ্গে কাজ করা সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে ‘গ্রান্ড আর্মি’ গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। সামরিক বাহিনীর তত্ত্বাবধানে নিয়োজিত থাকা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার তালেবানের র‌্যাঙ্ক ক্লিয়ারেন্স কমিশনের প্রধান লতিফুল্লাহ হাকিমি এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খলপূর্ণ সেনা প্রত্যাহারের সময় ব্যবহারের অযোগ্য করে রাখা ৮১টি হেলিকপ্টার তারা মেরামত করেছেন।

এছাড়া তালেবানের এই কর্মকর্তা জানান, দেশের ক্ষমতা গ্রহণের আগে তারা ৩ লাখ হালকা অস্ত্র, ২৬ হাজার ভারি অস্ত্র এবং ৬১ হাজার সামরিক যান দখল করেন।

তালেবানের ক্ষমতা দখলের পূর্ব মুহূর্তে তৎকালীন আশরাফ গনি সরকারের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা অধিকাংশ ঘাঁটিতে অস্ত্র এবং সামরিক যান পরিত্যাগ করে পালিয়ে যান।

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গনি সরকারের সঙ্গে কাজ করা সকল সেনা কর্মকর্তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান। তবে যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের যে ১ লাখ ২০ হাজারের বেশি নাগরিক পালিয়ে গেছেন, তাদের মধ্যে সরকারির জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অনেক সেনা কর্মকর্তাও রয়েছেন। এছাড়া অনেক সেনা কর্মকর্তা প্রতিশোধের মুখিমুখি হবেন ভয়ে বেসামরিক নাগরিক এবং নিন্ম প্রফাইল বেছে নিয়েছেন।

গত মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাবেক সরকারের সঙ্গে যুক্ত শতাধিক সেনাকর্মকর্তাকে তালেবান হত্যা করেছে।

তালেবানের সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত লতিফুল্লাহ হাকিমি বলেন, তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণা বেশ কাজে দিয়েছে। যদি এটা না করা হতো; তাহলে অনেক খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারতো।

যে আত্মঘাতী বোমাবহনকারী কাউকে আক্রমণ করতো; এখন একই আত্মঘাতী ব্যক্তি তাদেরকে নিরাপত্তা দিচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সাবেক সেনা কর্মাকর্তাদের তালেবান তাদের নিয়ন্ত্রণাধীন বাহিনীর বড় পদে রেখেছে, এমন ঘটনা নেই বললেই চলে।

তবে গত সপ্তাহে দুইজন সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাকে দুইটি সামরিক হাসপাতালের দায়িত্ব দিয়েছে তালেবান। তারা উভয়ই বিশেষজ্ঞ সার্জন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ