বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


তুর্কি নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে থাকা সব তুর্কি নাগরিকদের ওই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে দুই অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় নিজেদের নাগরিকদের এ নির্দেশ দেয়। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, কৃষ্ণসাগরে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কের অবস্থান। তুরস্ক চায় শান্তিপূর্ণভাবে দুই দেশের সংকটের সমাধান হোক। এই দুই দেশের দ্বন্দ্ব নিরসনের জন্য তুরস্ক মধ্যস্থতার প্রচেষ্টাও চালাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, সর্বশেষ পরিস্থিতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা আমাদের সব নাগরিকের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ