বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

বুধবার সকালে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন সিরিয়ার স্থানীয় কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মধ্য আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। এই হামলায় সিরিয়ার কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির আকাশে ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরিত হয়। তখন ইসরায়েল-অধিকৃত গোলান এলাকায় সাইরেন বাজানো হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ