আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব আন্দোলনের কয়েকদিন পর ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করার রাজ্য কর্মকর্তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র এই রাজ্যের স্কুল ও কলেজে হিজাব নিষেধাজ্ঞা জারি সমর্থন করে বলেছে, ধর্মকে শিক্ষার বাইরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় মুসলমানেরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। কারণ এই সিদ্ধান্তের পর মুসলিম ছাত্রীরা আর স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না এবং তাদেরকে প্রতিদিনই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সামনে অপেক্ষা করতে হবে।
এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম ছাত্ররা বিক্ষোভ করলেও চরমপন্থি হিন্দুরা তাদের ওপর হামলা চালিয়ে বিক্ষোভকে ব্যাহত করার চেষ্টা করে।
এদিকে হিন্দুস্তান টাইমস লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশকে ধর্মীয় সংগঠনগুলির কার্যকলাপের উপর নজরদারী করতে বলেছে, যাতে তারা দেশের ঐক্যের বিঘ্ন ঘটাতে না পারে।
ভারতীয় মুসলমানরা বহু বছর ধরে সেদেশের সরকার এবং এর রাজ্যগুলির নিয়ন্ত্রণ চরমপন্থি হিন্দুদের হাতে ব্যাপক ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছে। সূত্র: ইকনা
-এটি