আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা হয়ে পরেছে। সীমিত আয়ের মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে পারছে না। চাল, ডাল, আটা, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোন কার্যকর পদক্ষেপ নেই। সিন্ডিকেটের মাধ্যমে প্রবাসী বিশেষকরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমান ভাড়া মাত্রাতিরিক্ত বাড়িয়ে দেয়া হয়েছে। যাদের অর্জিত অর্থের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রয়েছে তাদের জিম্মিকরে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এসব সিন্ডিকেট, মুনাফাখোরদের কবল থেকে জনগণকে বাঁচাতে হলে ইনসাফপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বোরহান উদ্দিন সিদ্দিকী, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মাওলানা আবদুল হক আমিনী, খন্দকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
বৈঠকে সারাদেশের সকল শাখায় শীতার্ত মানুষের মাঝে খেলাফত মজলিসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। সামর্থানুয়ায়ী শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
-কেএল