আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে ভারতে আগামী ১০ জানুয়ারি থেকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অগ্রাধীকার ভিত্তিতে দেশটিতে বুস্টার ডোজ পাবেন স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা। এছাড়াও নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাদানেরও ঘোষণা দেন মোদি। ওই কর্মসূচি শুরু হবে ৩ জানুয়ারি।
মোদি বলেন, ‘করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন রূপ অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সতর্কতামূলক ডোজ ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে। এ ছাড়া একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিশুদের টিকাদান মহামারির বিরুদ্ধে লড়াই করার কাজকে সুসংহত করবে এবং স্কুলে পাঠদান কার্যক্রমকে স্বাভাবিক করবে।
ওমিক্রনে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেছেন, ‘ভারতে অনেক মানুষের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত না হওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সতর্ক থাকুন, সজাগ থাকুন। মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন।’
-এএ