আন্তর্জাতিক ডেস্ক: আজ জমাদিউল আউয়ালর তৃতীয় জুমা। কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন প্রসিদ্ধ দুই প্রবীণ ইমাম। আজ ২৪ ডিসেম্বর ২০২১ইং মোতাবেক ২০ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)।
প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।
হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-
কাবা শরিফ: প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম খতিব শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।
মসজিদে নববি: মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আলি আল-হুজাইফি।
আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম উম্মাহ পবিত্র দুই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।
-এএ