আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়াকে সংকটপূর্ণ মুহূর্ত অ্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে বক্তব্য রাখেন তিনি।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি জানি আপনারা এখন ক্লান্ত। আমি বলতে চাচ্ছি যে আপনারা সত্যিই হতাশ। আমরা সবাই এর শেষ চাই। এবং এই সংকটপূর্ণ মুহূর্তেরও। এটি প্রতিরোধে আগের চেয়ে এখন আমাদের কাছে অনেক কিছু রয়েছে। আমরা প্রস্তুত এবং এগুলো প্রয়োগ করবো।
ওমিক্রন পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, সামনে আমরা ছুটির দিনে যাচ্ছি। আমি চাই সবাই বিশ্বাস রাখুক। গত দুই বছরে আপনাদের সাহস, আপনার উদারতা, ভালবাসা এবং ত্যাগের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ইতিহাসজুড়ে, একটি জাতি হিসেবে আমাদের পরীক্ষা করা হয়েছে। আমরা সব সময় সহ্য করেছি কারণ, মনে রাখবেন: আমেরিকার জন্য খুব বড় কোনও চ্যালেঞ্জ নেই।
করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ নিতে তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া যারা এখনও টিকা নেয়নি তাদের দ্রুত নিতে অনুরোধ করেন বাইডেন।
-এএ