আওয়ার ইসলাম ডেস্ক: মিশরের খ্যাতনামা ক্বারি মোহাম্মাদ আল-লাইছির মৃত্যুর পাঁচ বছর পর তার সম্পর্কে সেদেশের অন্যতম ক্বারি প্রফেসর আবদেল ফাত্তাহ তারুতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
অধ্যাপক তারুতি বলেছেন, শেখ মোহাম্মাদ আল-লাইছির মৃত্যুর পাঁচ বছর পর তার পিতা মৃত্যুবরণ করেন। আল-লাইছির বাবা যখন মারা যান তখন তাকে দাফন দেওয়ার জন্য তার (আল-লাইছির) কবর খনন করা হয়।
যে ব্যক্তি তার কবর খননের কাজ করছিল তিনি শেখ মোহাম্মাদ আল-লাইছির এক বন্ধুকে ডেকে বললেন, তুমি এখানে এসে দেখো তোমার বন্ধু আঙ্গুলগুলো প্রসারিত এবং সোজা হয়ে আছে, অথচ তাকে এভাবে দাফন করা হয়নি।
তারা শেখের হাত স্পর্শ করে দেখলেন যে, তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং এমনটি তার এক বন্ধু তার শরীর স্পর্শ করে দেখেছিলেন যে, তার শরীরও সম্পূর্ণ অক্ষত রয়েছে। সূত্র: ইকনা
-এটি