বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


করাচিতে গ্যাস বিস্ফোরণে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের করাচিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) করাচির শেরশাহ এলাকায় একটি ব্যাঙ্কের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।

সোশ্যাল মিডিয়া ও টিভি ফুটেজে দোতলা ভবনের জানালা ও দরজা জ্বলতে দেখা যায়। ওই ভবনের পাশে পার্ক করা গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

করাচি বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে। কর্মকর্তাদের মতে, গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়েছিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

উল্লেখ্য, পাকিস্তানে নিম্নমানের ও খারাপ গ্যাস সিলিন্ডারের কারণে ঘন ঘন বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই নিম্নমানের সিলিন্ডারগুলি শুধু বাড়িতে রান্নার জন্য নয়, যানবাহনেও ব্যবহৃত হয়। -আল আরাবিয়া উর্দূ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ