বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগান ইস্যুতে ওআইসি’র বৈঠক: পাক পররাষ্ট্রমন্ত্রীর যুগান্তকারী ৬ এজেন্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ইসলামী সহযোগী সংস্থা- ওআইসি’র বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি উন্নতির জন্য ছয় দফা এজেন্ডা পেশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী।

রোববার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে আফগানিস্তান নিয়ে ওআইসি’র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তিনি এই এজেন্ডা পেশ করেন।

শাহ মাহমুদ কোরেশী বলেছেন, ওআইসি বৈঠক আফগানিস্তানের জনগণের সমস্যার সাথে সম্পর্কিত, আফগানিস্তানের জনগণ খাদ্য সংকটের সম্মুখীন, আফগানিস্তানের অর্ধেক মানুষ অপুষ্টিতে ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচিও আফগানিস্তানের অপুষ্টির সমস্যা চিহ্নিত করেছেন।

তিনি বলেন, সৌদি নেতৃত্বের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আহ্বান প্রশংসনীয় এবং সেক্রেটারি জেনারেল ইব্রাহিম ত্বহা এবং তার প্রচেষ্টা প্রশংসাযোগ্য। আফগানিস্তানকে মানবিক ট্র্যাজেডি থেকে বাঁচাতে মুসলিম জাতি তার ভূমিকা পালন করুক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আফগান জনগণকে বার্তা দিচ্ছি যে, আমরা ঐক্যবদ্ধ এবং তাদের সঙ্গে আছি। আফগানিস্তান নিয়ে আমাদের কণ্ঠ সারা বিশ্বের কাছে পৌঁছেছে।

তিনি বলেন, পাকিস্তান ৪০ বছর আগে আফগানিস্তান নিয়ে একটি বৈঠক ডেকেছিল এবং ১৯৮০ সালের পর আবারও পাকিস্তানে ওআইসি বৈঠক হচ্ছে। এই বৈঠক আফগান জনগণের সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার জন্য। তাছাড়া এই বৈঠক আফগানিস্তানকে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শাহ মাহমুদ কোরেশী বলেছেন, আফগান জনগণের ওষুধ এবং খাদ্যের তীব্র প্রয়োজন এবং  আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের দাবি রাখে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ