আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।
এতে করে একই পরিবারের সাতজন নিহতের ঘটনা ঘটল এবারের ঘূর্ণিঝড়ে। নিহত নিসা ব্রাউন হলেন সেই পরিবারের সপ্তম সদস্য।
জানা গেছে, গত শুক্রবার হপকিন্স কাউন্টিতে কেবল একজন নিখোঁজ ছিলেন। বেশেয়ার বলেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা। খুবই খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তিনি।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন এক হাজার তিন শতাধিক কর্মী। কেবল কেন্টাকিতেই তারা ৩২২ কিলোমিটার রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সরিয়েছেন। অন্তত ৪০ স্থানে ঘূর্ণিঝড়ে ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, কেবল কেন্টাকিতেই ৪০ জন মারা গেছেন। সূত্র: এবিসি নেট।
-এএ