আন্তর্জাতিক ডেস্ক: হংকং-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শতাধিক মানুষ ভবনটির ছাদে আটকা পড়েছে।
গ্লুচেস্টার রোডের ৩৮ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুনের খবর প্রথম পাওয়া যায় দুপুর ১২টা ৩৭ মিনিটে।
সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)-এর বরাত দিয়ে বিবিসি জানায়, ছাদ থেকে অনেক মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। তবে দোকান ও রেস্তোরাঁর ভেতরে অনেকে এখনো রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও বলা হচ্ছে, আগুনে অন্তত দুজন আহত হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দমকলকর্মীরা ওয়াটার জেট ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনের ভেতরে থাকা লোকদের উদ্ধারে তারা মই ব্যবহার করছেন।
উদ্ধার হওয়াদের মধ্যে ৬০ বছরের এক নারী শ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য তিনজন জানিয়েছেন, তারা অসুস্থবোধ করেছেন।
এ অগ্নিকাণ্ডকে লেভেল থ্রি ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে সবচেয়ে মারাত্মক স্তর হলো পাঁচ।
এনটি