শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

মাত্র ৫ মাসে ৯ বছর বয়সী শিশুর হিফজ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মাত্র ৫ মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র সিয়াম।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ৯ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা জনাব হায়াতুল্লাহর বড় ছেলে।

আন-নূর তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, ‘হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরও শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। কেননা, শেষ দিকে সে ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে।’

আন-নূর তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবি জানান, ‘ভাল হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।’

আন-নূর তাহফিজ মাদরাসা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আবুল কালামের নেতৃত্বে এটি প্রতিষ্ঠা করেন হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী, হাফেজ মাওলানা মাহদী হাসান এবং হাফেজ মাওলানা ইসমাইল। হাফেজ মাওলানা আবুল কালাম বর্তমানে মাদরাসাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

হাফেজ সিয়ামের এই অর্জনে তিনি খুবই আনন্দিত বলে জানিয়েছেন। তার বিশ্বাস শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি মাদরাসা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ