আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা আওয়ামী লীগ বা বিএনপি কারোরই দালালি করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ শনিবার বেলা ১১টায় চরমোনাই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ইসলামী আন্দোলন আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘অনেকে বলেন আমরা আওয়ামী লীগের দালালি করি। কিন্তু তাদের জেনে রাখা দরকার আমরা আওয়ামী লীগ-বিএনপি কোনো দলেরই দালালি করি না বরং ইসলামকে বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাজনীতি করি।’ এজন্য ইসলামকে বিজয়ী করার আন্দোলনে বাংলাদেশের ওলামা কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, ইসলামী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার বুলি আওড়ালেও সংসদে প্রতিনিধিত্ব করছে। আবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন না করলেও তাদের নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে। এর মাধ্যমে বিএনপির স্ববিরোধী ও বর্ণচোরা রাজনীতি প্রকাশ পাচ্ছে।
তারা আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করব, কিন্তু বিএনপির ফাঁদে পা দেব না। কারণ আজ আওয়ামী লীগ যা করছে, বিএনপি অতীতে এর চেয়ে মোটেও কম করেনি। তাদের অতীত অপরাধের প্রায়শ্চিত্তের জন্য তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আগামীকাল রোববার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শেষ হবে।
-এটি