শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

'প্রধানমন্ত্রীর মহানুভবতায় সাজাপ্রাপ্ত আসামী খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন।

আজ বুধবার বিকালে ফেনী শহরের পিটিআই মাঠে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিকভাবে আমাদের মত-পার্থক্য আছে, কিন্তু আমরা চাই তিনি সুস্থ হোন। বেগম জিয়া সাজা প্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর মহানুভবতায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। অথচ ফখরুল সাহেবরা বলছেন, খালেদা জিয়াকে বাইরে যেতে দিন। কিন্তু এত সুবিধা নিচ্ছেন তা স্বীকার করেন না। দণ্ড স্থগিত করে তাকে চিকিৎসা নিতে দিচ্ছেন, আর কত মানবতা দেখাবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি বাইরে যেতে পারেন না। বাইরে যাওয়ার সুযোগ আছে কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে। রাষ্ট্রপতি দয়ালু তিনি ক্ষমা করে দিলেও দিতে পারেন। কিন্তু বিএনপি নেতারা ক্ষমা চাইবেন না।

হানিফ বলেন, তারা চায় খালেদা জিয়া মৃত্যুর মুখে যাক। এটিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করতে চায়। তারেক রহমান তার মাকেও দেখতে আসেনি। কারণ তিনিও চান মায়ের মৃত্যুকে কাজে লাগাতে।

প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সূত্র: বাসস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ