শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

এক বছরেরও কম সময়ে ৭৭ জন ফিলিস্তিনি শিশুর শাহাদাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী একটি আন্তর্জাতিক সংস্থা ঘোষণা করেছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ইহুদিবাদী জঙ্গিদের গুলিতে ৭৭ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন।

ওয়ার্ল্ড মুভমেন্ট ফর দ্য ডিফেন্স ফর দ্য ফিলিস্তিনি চিলড্রেন বলেছে বছরের শুরু থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গুলিতে ৭৭ শিশু নিহত হয়েছেন। এরমধ্যে গাজা উপত্যকায় ৬১ এবং পশ্চিম তীর ও জেরুজালেমের পূর্বে ১৬ জন শিশু রয়েছে।

আন্দোলনটি আন্তর্জাতিক শিশু দিবসে এক বিবৃতিতে বলেছে ২০০০ সাল থেকে, ইহুদিবাদী সামরিক বাহিনী প্রায় ২২০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।

বিবৃতি অনুসারে, ইহুদিবাদী মিলিশিয়ারা আন্তর্জাতিক আইনে ন্যায়সঙ্গত নয় এমন পরিস্থিতিতে ইচ্ছাকৃত শক্তি ব্যবহার করে। আসলে ইসরাইলে অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টি একটি নিয়মে পরিণত হয়েছে।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর ডিফেন্স অফ ফিলিস্তিনি চিলড্রেন বলেছে, আন্তর্জাতিক আইনের অধীনে, প্রাণঘাতী পদ্ধতির ইচ্ছাকৃত ব্যবহার শুধুমাত্র তখনই যুক্তিযুক্ত হতে পারে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের তাৎক্ষণিক হুমকি থাকে। অথচ ইহুদিবাদী ইসরাইলি সেনরা সর্বদা এই অপশক্তি ব্যবহার করে বিচার বহির্ভূত বা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত, ৪১ জন ফিলিস্তিনি শিশুকে ইহুদিবাদী ইসরাইলি সেনার গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করেছ। এরমধ্যে চারজন শিশু এখনও তাদের কারাগারে বন্দি রয়েছে।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর ডিফেন্স অফ ফিলিস্তিনি চিলড্রেন আরও বলেছে: ইসরাইল বিশ্বের একমাত্র শাসনব্যবস্থা যা নিয়মতান্ত্রিকভাবে শিশুদেরকে সামরিক আদালতে বিচার করে। যার ন্যায্য বিচার হয় না এবং প্রতি বছর ৫০০ থেকে ৭০০ ফিলিস্তিনি শিশুদের ইসরাইলি সামরিক আদালতে বিচার করা হয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ