আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে নারী হাফেজদের শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শুরু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুবাইয়ে এ প্রতিযোগিতার পঞ্চম পর্ব শুরু হয়েছে।
গালফ টাইমসের প্রতিবেদনে বলা হয়, দ্য দুবাই ইন্টারন্যাশনাল হলি কুরআন অ্যাওয়ার্ড-এর প্রধান ও দুবাই শাসকের উপদেষ্টা ইবরাহিম বু মিলহা ও দুবাই সাইন্টিফিক অ্যান্ড কালচারাল এসোসিয়েশনের প্রধান বিলাল আল বিদাউর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন আল মাকতুম প্রতিযোগিতায় বিজয়ীদের ৮ মিলিয়ন দিরহাম মূল্যের পুরস্কার প্রদান করবেন। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ২৫ লাখ দিরহাম (প্রায় ৫৮ লাখ ৩৭ হাজার টাকা)। দ্বিতীয় বিজয়ী পাবেন ১৫ লাখ দিরহাম (প্রায় ৩৫ লাখ টাকা)। তৃতীয় বিজয়ী পাবেন ১০ লাখ দিরহাম (প্রায় ২৩ লাখ ৩৪ হাজার টাকা)।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে তাজবিদের রীতি অনুসারে পুরো কুরআন মুখস্ত থাকতে হবে। পাশাপাশি প্রতিযোগীকে ২৫ বছর বা এর কম বয়সী হতে হবে। আমিরাত, সৌদি আরব, মিসর, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে বিশেষজ্ঞ প্যানেল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন।
২০১৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৬৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। করোনা মহামারির কারণে গত বছর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা স্থগিত ছিল। সূত্র: ইকনা
-এটি