এইচ এম নাসির আহমেদ।। অধিকৃত কাশ্মীরে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
হিউম্যান রাইটস ওয়াচ ফর সাউথ এশিয়ার ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী লন্ডনে ইউএস ব্রডকাস্টারের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, অতীতে বহু সংখ্যক নিরীহ বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা কর্মীদের উল্লেখ করা হচ্ছে, তারা অনাক্রম্যতা পাওয়ার কারণে শাস্তি থেকে রক্ষা পেয়েছেন। মীনাক্ষী গাঙ্গুলী শ্রীনগরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ম্যাজিস্ট্রিয়াল তদন্তের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তদন্তকে যৌক্তিক উপসংহারে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সূত্র: স্পোর্ট সার্ব
-এটি