আন্তর্জাতিক ডেস্ক: টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। এতে এক মাসের মধ্যেই জ্বালানি তেলের দাম প্রায় ৯ শতাংশ কমেছে। সেই সঙ্গে ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্নে অবস্থান করছে।
সিএনবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ নভেম্বর) তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে কারণ নতুনভাবে করোনা লকডাউনের উদ্বেগ দেখা দিয়েছে।
জ্বালানি তেলের দাম ইউএস বেঞ্চমার্কে ৪ শতাংশেরও বেশি কমে সর্বনিম্ন ৭৫ দশমিক ৩৭ ডলারে অবস্থান করছে। যা গত ৭ অক্টোবরের আগে দেখা যায়নি।
এর আগে জ্বালানি তেলের দাম দফায় দফায় বেড়ে চলতি বছরের অক্টোবর মাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ৩ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করে সরকার। সেদিন রাতেই ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
-এএ