আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ক্ষমতার পাঁচবছর পূর্ণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।
জারদারি বলেন, যারা ইমরান খানকে ক্ষমতায় এনেছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এখন কীভাবে তারা সেই ভুলের প্রায়শ্চিত্ত করবে তা আল্লাহ ভালো জানেন।
ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘ইমরান খানের সরকার তাদের মেয়াদের (ক্ষমতার) পাঁচবছর পূর্ণ করতে পারবে না।’
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর একটি হচ্ছে ভুট্টো পরিবার। গত পাঁচ দশকে তারা বেশ কয়েক দফায় পাকিস্তানের ক্ষমতায় ছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো যখন সন্ত্রাসবাদী হামলায় নিহত হন, তারপর ২০০৮ সালের নির্বাচনে সহানুভূতি ভোটে ক্ষমতায় আসেন তার স্বামী এই আসিফ আলী জারদারি। সূত্র: দ্যা নিউজ
-এটি