শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই নৌকা থেকে ১০ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই এক নৌকা থেকে ১০ লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এক বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে জানানো হয়, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে এই নৌকাটি লিবিয়া ছেড়ে গিয়েছিলো। মঙ্গলবার সংস্থাটির উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ওই নৌকা থেকে ৯৯ জনকে জীবিত উদ্ধার করে।

বিবৃতিতে বলা হয়, ‘অতিরিক্ত বোঝাই এই কাঠের নৌকার নিচ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।’

এতে বলা হয়, ‘১৩ ঘণ্টা সাগরে ভাসার পর এই ১০ ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।’

প্রতিবছরই উত্তর আফ্রিকা বিশেষ করে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার লোক ইউরোপ পৌঁছানোর চেষ্টা করেন। দীর্ঘ এই সমুদ্রপথে নৌকাডুবিসহ বিভিন্ন কারণে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক বিপুল অভিবাসী প্রাণ হারান।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর ফ্লাভিও ডি গিয়াকমো জানিয়েছেন, চলতি বছর বিপজ্জনক এই পথে এক হাজার দুই শ’ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে প্রাণ হারান আট শ’ ৫৮ জন।

সূত্র: আরব নিউজ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ