আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ মুসলিম কাউন্সিল লিভারপুলে সন্ত্রাসী হামলা প্রতিরোধকারী ট্যাক্সি চালকের সাহসিকতার প্রশংসা করেছে।
সন্ত্রাসী হামলা প্রতিরোধকারী ট্যাক্সি ড্রাইভারের প্রশংসা করল লিভারপুল মুসলিমরা ব্রিটিশ মুসলিম কাউন্সিল (MCB), ব্রিটেনের বৃহত্তম ইসলামিক সংগঠন লিভারপুলের ট্যাক্সি ড্রাইভার “ডেভিড পেরি”র প্রশংসা করেছে। সম্প্রতি তিনি একটি সন্ত্রাসী হামলা প্রতিরোধ করার জন্য দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন।
ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জারা মোহাম্মদ সোমবার এক বিবৃতিতে বলেছেন: কোন কিছুই এই পাশবিক হামলার মতো নিন্দনীয় কাজটিকে সমর্থন করে না এবং আমরা ডেভিড পেরির দ্রুত পদক্ষেপের প্রশংসা করি, তিনি একটি সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেছিলেন।
তিনি বলেন, রবিবারের হামলা লিভারপুল মহিলা হাসপাতালের বাইরে একটি বিস্ফোরণে রূপ নেয়, যেটি লিভারপুলবাসীদের জন্য একটি বিশেষ স্থান। মোহাম্মদ যোগ করেছেন অনেক মুসলমান হাসপাতালে কাজ করে এবং এই হাসপাতালটি শহরের বৃহত্তম মসজিদের পাশে অবস্থিত।
তিনি আরও বলেন এই হামলাটি আমাদের সকলের উপর এবং সকলেই যে মূল্যবোধগুলি লালন করি তার উপর চালানো হয়েছে। এই হামলার বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহ করার জন্য এবং পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।
মুহাম্মদ বলেছেন যে, ব্রিটিশ মুসলমানদের ইতিহাসে এই শহরের একটি বিশেষ স্থান রয়েছে, কারণ এই শহরে ভিক্টোরিয়ান যুগে ইংল্যান্ডের প্রথম মুসলিমদের মধ্যে একজনের বাড়ি রয়েছে। আমরা শহরের শান্তির জন্য লিভারপুলের মসজিদ এবং ইসলামিক কেন্দ্রগুলির দোয়ার ব্যবস্থা করেছি।
আলাদা বিবৃতিতে লিভারপুলের মসজিদ ও মুসলিম সংগঠনগুলো ঘোষণা করেছে এই হামলা আমাদের সবাইকে হতবাক করেছে। তারা এ হামলাকে কাপুরুষোচিত ও জঘন্য আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।
পুলিশ জানায়, হাসপাতালের বাইরে একজন যাত্রী ট্যাক্সিতে প্রবেশ করার পর পেরির ট্যাক্সিতে আগুন ধরে যায়। সন্দেহভাজনের কাছে বিস্ফোরক ডিভাইস ছিল এবং সে এই ডিভাইস নিয়ে হাসপাতালে প্রবেশের পূর্বে পেরি তাকে ট্যাক্সির মধ্যে আটকে রাখে।
রবিবার (১৪ নভেম্বর) সকালে ব্রিটেনের উত্তর-পশ্চিম শহর লিভারপুলে ট্যাক্সি বিস্ফোরণে একজন নিহত এবং একজন ট্যাক্সি চালক আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে লিভারপুলের কেনসিংটন এলাকা থেকে ২১, ২৬ এবং ২৯ বছর বয়সী তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
-এটি