আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে নারীদের জন্য “শাইখা ফাতিমা বিনতে মুবারাক” শিরোনামে পঞ্চম বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ২০শে নভেম্বর শনিবার থেকে শুরু হবে এবং একাধারে ২৭শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
দুবাইয়ের শাসকের সাংস্কৃতিক ও মানবিক উপদেষ্টা ইব্রাহিম বু মালহা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বলেছেন এই প্রতিযোগিতাটি দুবাই ইন্টারন্যাশনাল হোলি কুরআন অ্যাওয়ার্ডের একটি প্রোগ্রাম এবং এর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ হেফজ করা এবং অনেক আরব ও ইসলামিক দেশে দাতব্য ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
তিনি বলেন প্রায় ৫০টি দেশ থেকে পবিত্র কুরআনের হাফেজারা এই মহান কুরআন ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।
ইব্রাহিম বু মালহা বলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ১৭, ১৮ এবং ১৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে। এই প্রতিযোগিতার বিচারকার্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের দক্ষ বিচারকগণ পালন করবেন এবং সকল বিচারকেরই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকার্য সম্পাদনের অভিজ্ঞতা রয়েছে।
প্রতিযোগিতার সময় সম্পর্কে ইব্রাহিম বু মালহা বলেন পঞ্চম বর্ষ “শাইখা ফাতিমা বিনতে মুবারাক” আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উল্লিখিত দিনে বিকেল ৪টা থেকে সংস্কৃতি সভা ও দুবাই বিজ্ঞান হলে শুরু হয়েছ। করোনাভাইরাস প্রতিরোধের জন্য সকল প্রকার স্বাস্থ্য প্রটোকল মেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি দুবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নূর দুবাই স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
-এটি